নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা (তালিকা)

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৯, ১৬ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা (তালিকা)

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ মো. ইব্রাহীম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় শামীম ওসমান ছাড়া তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি (৫৫)সহ ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের বিদ্যুৎ অফিসের সামনে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলিবর্ষণ করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি বাদীর ডান পায়ে ও কোমরে লাগে।

এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসক তার কয়েকটি অপারেশন করেন। বাদী ইব্রাহীমের ডান পা প্রায় অচল অবস্থা বলে এজাহারে উল্লেখ করেন।

মামলার আসামিদের তালিকা : 

১। একে এম শামিম ওসমান (৬৪) পিতা- মৃত একে এম ৩০ শামসুজ্জোহা, 

২। আজমিরী ওসমান (৪৫) পিতা- মৃত নাসিম ওসমান, 

৩। অয়ন ওসমান (৩৭) পিতা- একে এম শামিম ওসমান সর্ব সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড পূর্ব চাষাড়া নারায়ণগঞ্জ, 

৪। শাহ নিজাম (৫৬) পিতা- শাহ নুর উদ্দিন সাং- এচল্লাযাড়া নারায়ণগঞ্জ।, 

৫। মোঃ মজিবর রহমান (৭৮) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি, পিতা- মৃত রজ্জব আলী ইহা সাং- টিসি রোড মিজমিজি।, 

৬। ইয়াছিন মিয়া (৬২) সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পিতা- মূলফত আলী সাং- মিজমিজি, 

৭। মতিউর রহমান মতি (৫৫) সিদ্দিরগঞ্জ থানা যুবলীগ, পিতা- মৃত বাদশা মিয়া সাং- আইলপাড়া সুমিলপাড়া সিদ্ধিরগঞ্জ, 

৮। আশরাফ উদ্দিন (৪৫) পিতা- বাচ্চু মিয়া,

৯। পানি আক্তার (৩৮) পিতা- আবদুল করিম, 

১০। মানিক মাষ্টার (৪৮) পিতা- মাইন উদ্দিন, 

১১। ভাগিনা মামুন (৪০) পিতা- আতাউর রহমান মাষ্টার, সর্বস সাং- আইলপাড়া, সুমিলপাড়া, খানা- সিদ্ধিরগঞ্জ, 

১২। মোঃ কবির হোসেন (৪২) সাধারণ সম্পাদক শ্রমিক লীগ পিতা- মৃত এই মুল্লুক চাঁন মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ, 

১৩। মিজানুর রহমান দিপু (৩৮) যুবলীগ ক্যাডার পিতা- হাবিবুর রহমান সাং- - কলাবাগ পশ্চিম সাইলোরোড, 

১৪। আনোয়ার হায়াত হিমেল (৩৮) যুবলীগ ক্যাডার পিতা- সালে হায়াত সিরাজ খোকা ২ সাং- কলাবণ পশ্চিম সাইলোরোড, 

১৫। মিনহাজ রহমান (২৫) ছাত্রলীগ ক্যাডার পিতা- হাবিবুর রহমান সাং- কলাবাগ পশ্চিম সাইলোরোড, 

১৬। মোঃ নজরুল ইসলাম (৫৫) সভাপতি- বঙ্গবন্ধু ফাইন্ডেশন পিতা- কারি নূর মোহাম্মদ, সাং- সবং ওমরপুর, 

১৭। জব্বার (৩৮) পিতা- পড়ু বেপারী সাং- ওমরপুর বাগবাড়ী, 

১৮। বঙ্গলায়ন আল মাহমুদ (৩০) ছাত্রলীগ ২৪ পিতা- আবুল কালাম সাং- কলাবাগ পূর্ব, 

১৯। শরীফ হোসেন ইরান (৩৫) যুবলীগ ক্যাডার পিতা- আলী আকবর মুন্সী ১৬ সাং- কলাবণ পশ্চিম ওমরপুর, 

২০। কাউসার আহাম্মেদ আল চাঁন (৪০) পিতা- আউয়াল মিয়া সাং- কলাবাগ পশ্চিম ৪/ ওমরপুর, 

২১। মতিউর রহমান সাগর (৩৬) ছাত্রলীগ ক্যাডার পিতা- আতাউর রহমান সাং- কলাবগ পূর্ব হাট খোলা, 

২২। রাকিব (২৭) ছাত্রলীগ ক্যাডার পিতা- অজ্ঞাত সাং- যাত্রাবাড়ী, ঢাকা, 

২৩। শাহীন (৪০) যুবলীগ ক্যাডার, পিতা- কেন মৃত মোঃ আয়নাল খলিফা, সাং- টঙ্গীবাড়ী থানার পাশে রং মেহের ক্ল্যাব, টংগীবাড় এব, টংগীবাড়ী, মুন্সীগঞ্জ।

২৪। পবন (২৮) পিতা- ৫৫০ মৃত খলিল সাং- আদমজী সোনামিয়া বাজার সিদ্দিরগঞ্জ, 

২৫। অনিক (২৬) ছাত্রলীগ ক্যাডার পিতা- মোঃ কামাল সাং- > সরদারপাড়া দক্ষিণ আজিবপুর, 

২৬। সোহাগ (২৬) মানিক মাষ্টারের ভাগিনা, পিতাঃ অজ্ঞাত, সাংঃ আইলপাড়া, সুমিলপাড়া, ০৬নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ। 

২৭, মুন্না (৩৫) পিতা- বাহার সাং- চাঁন টাওয়ার ১নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

২৮। রাজিব (৩০) পিতা- মজিবর সাং- ৫নং ওয়ার্ড আইয়ুব নগর সিদ্ধিরগঞ্জ, 

২৯। সায়মন (২৭) পিতা- জাকির হোসেন সাং- সাথরিয়াপাড়া ৫নং ওয়ার্ড আয়ুবনগর সিদ্ধিরগঞ্জ, 

৩০। মোঃ হেলাল (৩১) সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিলীগের স্বাস্থ্য বিষয় - সম্পাদক পিতা- শহিদুল্লাহ সাং- ৬নং ওয়ার্ড আদমজী নতুন বাজার সিদ্ধিরগঞ্জ, 

৩১। ইমন (২৭) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতির মজিবরের নাতি পিতা- ইসাক সাং- ১নং ওয়ার্ড মিজমিজি পূর্ব সিদ্ধিরগঞ্জ, 

৩২। রাব্বী (২০) পিতা- পক্ষী মজিবুর সাং- ৬নং ওয়ার্ড আদমজী সোনামিয়া মার্কেট নতুন বাজার, সিদ্ধিরগঞ্জ, 

৩৩। সালাউদ্দিন (৪৫) আওয়ামীলীগ নেতা পিতা- মিয়াজ উদ্দিন সাং- আউলাবন বাগান বাড়ি, 

৩৪। রুবেল (৬০) পিতা- অজ্ঞাত, সাং- ০৯নং ওয়ার্ড, ঢাকেশ্বরী স্কুল, সিদ্ধিরগঞ্জ, 

৩৫। ইব্রাহিম খান (৪৬) মতির সহযোগী (যুবলীগ ক্যাডার) পিতা- মৃত দিলবর খান সাং- ৬নং ওয়ার্ড আদমজী সোনামিয়া মার্কেট সিদ্ধিরগঞ্জ, 

৩৬। সোহেল (৩০) পানি আক্তার এর ক্যাডার, পিতা- অজ্ঞাত, সাং- আইলপাড়া, ০৬নং ওয়ার্ড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, 

৩৭। ইসতিয়াক (৩০) অয়ন ওসমানের ক্যাশিয়ার পিতা- অজ্ঞাত সাং- মিজমিজি ১নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৩৮। নাবিল (২৫) অয়ন ওসমানের সহযোগী পিতা- জাহাঙ্গীর সাং- মিজমিজি ১নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৩৯। ফিরোজ (৩৯) খানা যুবলীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক পিতা- মাইগ্যা কাদির সাং- সোনামিয়া মার্কেট সৃজনী স্টুডিও ৬নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৪০। মেজর (৫৫) পিতাঃ অজ্ঞাত, আদমজী বিহারী ক্যাম্প, ৬নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, 

৪১। মনা (৪০) পিতাঃ মইন উদ্দিন, সাংঃ আইলপাড়া, ৬নং ওয়ার্ড আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, 

৪২। আশিক (২৭), পিতাঃ মোঃ জামাল হুজুর, সাং। মেম্বারপাড়া, ০১নং ওয়ার্ড, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, 

৪৩। রাহুল (২২) পিতা- মৃত ফয়েজ মেম্বার সাং- কদমতলী ৭নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৪৪। ছোট সুমন (২৭), পিতাঃ অজ্ঞাত সাং-৭নং ওয়ার্ড কদমতলী খালপাড়, সিদ্ধিরগঞ্জ, 

৪৫। মাসুদ (৩৬) পিতা- অজ্ঞাত সাং- ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী সাং- আদমী নতুন বাজার সিদ্ধিরগঞ্জ, 

৪৬। সজিব (৩৪) পিতা- অজ্ঞাত সাং- ৬নং ওয়ার্ড আদমজী নতুন বাজার সিদ্ধিরগঞ্জ, 

৪৭। হোটেল রাজু (৪৫) থানা আওয়ামীলীগের সভাপতি মজিবরের ক্যাডার পিতা- মৃত সিদ্দিক মাষ্টার সাং- পাগলা বাড়ী ১নং ওয়ার্ডসিদ্ধিরগঞ্জ, 

৪৮। আব্দুর রশিদ চৌধুরী (৬০) পিতা- অজ্ঞাত সাং- বাহির ট্যাংরা ডেমরা ঢাকা, 

৪৯। সাহাব উদ্দিন (৫৫) আওয়ামীলীগ নেতা পিতা- আদম আলী সাং- বাহির ট্যাংরা ডেমরা ঢাকা, 

৫০। আব্দুল মতিন (৪০) কৃষকলীগ নেতা পিতা- আব্দুল কাদির সাং- বাহির ট্যাংরা ডেমরা ঢাকা, 

৫১। তাসনিম (৪২) যুবলীগ নেতা পিতা- মৃত হালিম মাষ্টার সাং- আদমজী বিহারি ক্যাম্প সিদ্ধিরগঞ্জ, 

৫২। মোফাজ্জল হোসেন (৪৫) আওয়ামীলীগ নেতা পিতা- মাইনউদ্দিন সাং- আইলপাড়া সিমুলাপাড়া ৬নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৫৩। হাসান (৩২) যুবলীগ ক্যাডার পিতা- ইউনুস সাং- আদমজী নগর নতুন বাজার সিদ্ধিরগঞ্জ, 

৫৪। রবিন (২৮) ছাত্রলীগ নেতা পিতা- রফিকুল ইসলাম সাং- বাহির ট্যাংরা ডেমরা ঢাকা, 

৫৫। ফজলুল হক (৪৫) পিতা- অজ্ঞাত সাং- মিজমিজি মজিব বাগ মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ, 

৫৬। কেরামত (৪৪) ছাত্রলীগ নেতা পিতা- অজ্ঞাত সাং- আদমজী সোনমিয়া মার্কেট ৬নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ

৫৭। হিরা (২৭) পানি আক্তারের সহযোগী পিতা- অজ্ঞাত সাং- কদমতলী খালপাড় সিদ্ধিরগঞ্জ, 

৫৮। শফিক (৩৫) ছাত্রলীগ ক্যাডার পিতা-মৃত নুর মোহাম্মদ সাং- সাইলোগেইট ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৫৯। রাশেদ (২৫) পানি আক্তারের সহযোগী পিতা- অজ্ঞাত সাং- কদমতলী খালপাড় সিদ্ধিরগঞ্জ, 

৬০। মোস্তফা (৫০) সাবেক কাউন্সিলর আলী হোসেন আলা এর অন্যতম সহযোগী পিতা- অজ্ঞাত সাং- কদমতলী নয়াগাড়া সিদ্ধিরগঞ্জ, 

৬১। মিছির আলী (৩৫) আওয়ামীলীগ নেতা পিতা- ইদুমিয়া সাং- বাহিয় ট্যাংরা ঢাকা। 

৬২। জসিম (২৯) যুবলীগ নেতা পিতা- হালিম মাষ্টার সাং- আদমজী সিমুলপাড়া বিহার ক্যাম্প সিদ্ধিরগঞ্জ, 

৬৩। নাছির মোল্লা (৩৮), 

৬৪। বসির মোল্লা (৩৫) যুবলীগ ক্যাডার ভাগিনা মামুনের সহযোগী উভয় পিতা- মোস্তফা সাং- আদমজীনগর সিদ্ধিরগঞ্জ,

৬৫। চায়না মাসুদ (৩৫) যুবলীগ ক্যাডার পিতা- জসিম বন্ড ছাই সাং- সরদার বাজার সাইলোগেইট, 

৬৬। ইয়ামিন আহম্মেদ রনি (২৫) পিতা- দেলু সাং- সোনামিয়ার বাড়ি ওমরপুর পশ্চিম, 

৬৭। মোঃ আল আলামিন মিয়া (৩৮) পিতা- মন্টু মিয়া সাং- সাইল্যেরোড, 

৬৮। কাদির (৩০) পিতা- মৃত সিরাজ সাং- সিআইখোলা ১নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ, 

৬৯। পারভেজ (৩৭) পিতা মৃত- সরাফত আলী সাং- গোদনাইল বাড়ইপাড়া, 

৭০। খুশি (২৮) পিতা- মৃত মনির হোসেন ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাং- সাইলোরোড ১৪ তলা আজিম ভবন সংলগ্ন। 

৭১। তুশি (৩২) পিতা- মৃত মনির হোসেন ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহানগর সাং- ২৪ সাইলোরোড ৪ তলা আজিম ভবন সংলগ্ন, 

৭২। কাওসার (২৯) সেচ্চাসেবকলীগ এর নেতা ৫নং ওয়ার্ড পিতা- জাহাঙ্গীর সাং- পাওয়ার হাউজ সিদ্ধিরগঞ্জ, 

৭৩। ফজল (৩৫) আঞ্চলিক শ্রমিকলীগ সিদ্ধিরগঞ্জ থানা পিতা- আব্দুস সোবহান সাং- সাইলোরোড ৫ নং ওয়ার্ড, 

৭৪। আশিক (৩২) আঞ্চলিক শ্রমিকলীগ সিদ্ধিরগঞ্জ থানার নেতা পিতা- রুহুল সাং- সাইলোরোড, 

৭৫। তিখন (২৫) ছাত্রলীগ নেতা ৫নং ওয়ার্ড পিতা- অজাত সাং- সাইলোরোড আশিক ভবন ও তলা, 

৭৬। আরাফাত (২৪) সেচ্ছাসেবকলীগ নেতা পিতা- জাকির হোসেন সাং- ৫নং ওয়ার্ড সাইলোগেইট, 

৭৭। সাজ্জাদ (২৫) ছাত্রলীগ নেতা পিতা- অজ্ঞাত সাং- ৫নং ওয়ার্ড সাইলোরোড, 

৭৮। বাডি জুয়েল (২৮) ছাত্রলীগ নেতা পিতা- অজ্ঞাত দাং- আদমজী নতুন বাজার। 

৭৯। আবুল কালাম (৪৪), পিতা- মৃত হাজী সাহাবুদ্দিন মুন্সী, সাং-মিজমিজি পশ্চিমপাড়া এ মাদ্রাসা রোড, 

৮০। জাহাঙ্গীর পাটওয়ারী (৫০), পিতা-মৃত আব্দুল লতিফ পাটওয়ারী, সাং- মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা -রোড, 

৮১। বাদল মিয়া (৪৭), পিতা- মৃত অজ্ঞাত, সাং- মিজমিজি কান্দাপাড়া রহিম মেম্বারের পুরান বাড়ী, 

৮২। জাহাঙ্গীর ওরফে জামাই জাহাঙ্গীর (৪৮), পিতা- মৃত অজ্ঞাত, সাং- মিজমিজি মাদ্রাসা রোড হাজেরা মার্কেট, বরিশাইল্লার বাড়ী আবুল কালামের বোনের জামাই, 

৮৩। মহিউদ্দিন হালদার (৪০), কৃষকলীগ ক্যাডার, পিতা- গিয়াস উদ্দিন হালদার, সাং- কামার খাড়া, স্বর্ণগ্রাম, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, 

৮৪। অনিক হালদার (৩৫) ছাত্রলীগ ক্যাডার, পিতা- গিয়াস উদ্দিন হলাদার, সাং- কামার খাড়া, স্বর্ণগ্রাম, খানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, 

৮৫। হৃদয় (২৮) ছাত্রলীগ ক্যাডার, 

৮৬। নীলয় (২৫) উভয় পিতা- জব্বার, সাং- ওমরপুর বাথবাড়ী, সিদ্ধিরগঞ্জ, 

৮৭। হানিফ (৩০, পিতা- অলি, সাং- সাইলো গেইট ৫নং ওয়ার্ড ছাত্রলীগ ক্যাডার, 

৮৮। দিবস (২৬), পিতা- বাবুল, সাং- পূর্ব কলাবাগ, 

৮৯। রহিম উদ্দীন (৪০), পিতা- শাহাবুদ্দীন, সাং- পূর্ব কলাবাগ, ৫নং ওয়ার্ড