নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানার ৮ম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানার ৮ম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ  নাসিক ৮নং ওয়ার্ড  দক্ষিন ধনকুন্ডা ক্যানালপার জামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে দেশ ও জাতির কল্যানে ১৪ নভেম্বর  বৃহস্পতিবার, ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মাহফিলে আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেকব ও সম্পাদক ৭১ বাংলাদেশ অনলাইন  নিউজ আলহাজ্ব নবী হোসেন স্বপন। 

প্রধান বক্তা মুফতি ইউসুফ আজাদী দাঃ বাঃ ইমাম ও খতীব, চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদ খুলনা। 

বিশেষ বক্তা আলহাজ্ব মাওলানা মুফতী নাজমুল হক নো'মানী দাঃ বাঃ ইমাম ও খতিব, গোদনাইল ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসমিন্দ, সিদ্ধিরগঞ্জ, হযরত মাওলানা মুফতী ইসমাঈল হাতেমী দাঃ বাঃ প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা ।

হযরত মাওলানা আহমাদুল্লাহ সাহেব দাঃ বাঃ ইমাম ও খতিব নিয়াজুল জান্না জামে মসজিদ আলহাজ্ব মোঃ আব্দুল্লা আল মামুন আল আজাদ

সাধারণ স্পাদক, পশ্চিমপাড়া, শূরানী জামে মসজিদ, ময়ুখর। বাধান উপদেষ্টা, আযারে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থা। আলহাজ্ব মোঃ সিদ্দিক হোসেন মোতাওয়াল্লী, জামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ খাইরুজ্জামান, শিক্ষা বিষয়ক উপদেষ্টা, জামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা, মোঃ রফিকুল ইসলাম খাদেমী,  আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন সোহাগা, আল মামুর জামে মসল্লিদ, শান্তিনগর।

আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ বাবুল হোসেন মজুমদার আশিয়ার, পশ্চিমপাড়া, নূরানী জামে মসজিদ,  মোঃ হাবিবুর রহমান জনি সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল মান্না জামে মসগুদি, সৈয়দপাড়া।

মোঃ ফিরোজ সাহেব বিশিয় ব্যবসায়ী, নয়াগড়া মোঃ আবুল বাশার (বাদশা) ০২ সভাপতি রিয়াজুল জান্না জামে মসজিদ , সৈয়দপাড়া, মোঃ কামরুল হাসান, রিয়াজুল জান্না জামে মসজদি, সৈয়দগাড়া।

মোঃ রুহুল আমিন খান মুফতি মোঃ সানাউল্লাহ নূরী, মুহতামিম, সামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা। বারম্যশনায় জনাব আক্তার হোসেন প্রধান সাধারণ সম্পাদক, মামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা,  মোঃ ফয়সাল (গোলাম রাব্বি)সম্পাদক, দারুস সালাম জামে মসজিদ।

সার্বিক সহযোগীতায় আলহাজ্ব ফারুক আহম্মেদ (ফিরোজ) কোষাদ্যক্ষ, জামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা।

মাহফিল পরিচালনায়। মুফতি ইয়ারুল ইসলাম নাজেমে ডালিমত, অত্র মাদরাসা অত্র মাদরাসার শিক্ষক, ছাত্র ও আলহাজ্ব ফারুক আহম্মেদ (সবুজ) সদস্য,

প্রচার, প্রকাশনার ও আপ্যায়নে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফোরকান আহম্মেদ প্রতিষ্ঠাতা সভাপতি, জামিয়া ইসলামিয়া আহমাদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা।

সম্পর্কিত বিষয়: