ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো: রিয়াজ নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড সিআই খোলা এলাকার মৃত কাসেম এর ছেলে মামলার এজহারের (১৫৯ নম্বর) আসামি রতন (৩৬)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৩ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। এর আগে ১২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের এলাকা থেকে র্যাব-১১ হত্যা মামলার আসামি রতন কে গ্রেপ্তার করে রাতেই ফতুল্লা থানায় হস্তাস্তর করেন।
গত ২৩ অক্টোবর নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানায়- মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলার অভিযোগ রয়েছে এই রতনের বিরুদ্ধে।