নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী ইফতিকে গণপিটুনি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৮, ১২ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী ইফতিকে গণপিটুনি

সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়া-আইলপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ি ও চাঁদাবাজ যুবলীগ কর্মী হাবিবুর রহমান ওরফে হিরোইন ইফতিকে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। চাঁদাবাজ ইফতি নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকার যুবলীগ নেতা খোকন মল্লিক হত্যা মামলায় যাবজ্জীবন ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নাসিরের ছেলে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নাসিক ৬নং ওয়ার্ডে সাতঘোড়া সিমেন্ট কারখানা এলাকায় চাঁদা আদায় করতে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী ও শ্রমিকরা তাঁকে গণপিটুনি দেয়।

চাঁদাবাজ ইফতি ও সজীব  দীর্ঘদিন ধরে নাসিক ৬নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন, সিমেন্ট ও রেডিমিক্স কারখানা থেকে জোর করে চাঁদা আদায় করে আসছিল বলে এলাকাবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতি একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদকের ডিলার। গত ১৭ ফেব্রুয়ারী বিপুল পরিমাণ হিরোইন ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ ইফতিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ইফতির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন  থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। যুবলীগ কর্মী ইফতি ও তার বাহিনীর  বিরুদ্ধে নাসিক ৬নং ওয়ার্ডে কিশোরগ্যাংয়ের নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, মাদক সেবন, মারামারি, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ইফতি ও তার সহযোগীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ  চেয়েছেন এলাকাবাসী।