নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 

সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের বৃক্ষ রোপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ৭ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের বৃক্ষ রোপন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ফারহানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭নং নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও জাতীর জন্য যেই অবদান এবং বিপ্লবের মহত্ব তুলে ধরের ছাত্রদলের নেতাকর্মীরা। 

ছাত্রদল নেতা ইভান ইমতিয়াজের সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহ-কারী শিক্ষক আব্দুল হান্নান, সুলতান মাহমুদ, রুহুল আমিন দেওয়ান, জালকুড়ি পূর্ব সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়, ৯নং ওর্য়াড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসান দেওয়ান, রিফাত, সাব্বির, ইমরান দেওয়ান, মহানগর ছাত্রদল নেতা মারুফ, জেলা ছাত্রদল নেতা বাকের, ইউসুফ ও ৯নং ওর্য়াড যুবদল নেতা আমির হোসাইন প্রমূখ।