নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া নিহতের ঘটনায় ৩০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩২, ২৪ আগস্ট ২০২৪

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া নিহতের ঘটনায় ৩০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ ৩০৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু। এরআগে বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধূ সুমাইয়া আক্তারের ভগ্নিপতি বিল্লাল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলা করেন।

বিল্লাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় ছয়তলা ভবনের ছয়তলার ফ্ল্যাটের বারান্দায় হেলিকপ্টারের শব্দ শুনে দেখতে গেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে সুমাইয়া আক্তারের (১৯) মৃত্যু হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি কাউন্সিলর মতিউর রহমান, কাউন্সিলর আনোয়ার হোসেনসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে।