নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৬, ৩ আগস্ট ২০২৪

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ছাত্র ও নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (৩ জুলাই) বিকেলে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের সানারপাড় থেকে সাইনবোর্ড অংশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের ঢাকাগামী ও চট্টগ্রামগামী উভয় লেন বন্ধ করে রেখেছে। এর ফলে যানচলাচল একবারে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মব্যস্ত মানুষদের। 

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক অবস্থান নিলেও এখন তারা মহাসড়কে নেই।

এদিকে দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াসিন এর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও পরে তাদের আর দেখা যায়নি। 

অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকার পতনের বিভিন্ন স্লোগানে সড়ককে মুখরিত করে রেখেছে। তাদের ৯ দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলে যাচ্ছে। 

সানজিদা খাতুন নামের এক শিক্ষার্থী বলে, অধিকার আদায়ের লক্ষ্যে নেমেছি, জয়ী হয়ে ফিরবো। দাবি আদায় ছাড়া নামছি না।

সবুজ নামের আরেকজন বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরেছে আমরা এর বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন,  শিক্ষার্থীরা সড়কে শান্তি পূর্নভাবে আন্দোলন করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।