
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সদর থানা শাখার মজলিসে শূরার অধিবেশন শুক্রবার সকাল সাড়ে সাতটায় শহরস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সদর শাখার সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ নির্বাচিত হন।
উক্ত মজলিসে শূরার অধিবেশনে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন-সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। অধিবেশনে ২৩ সদস্য বিশিষ্ট সদর থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নির্বাচিত আরো দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি- মুফতী কাউসার আহমদ কাসেমী, খন্দকার মুহাম্মাদ ইউনুস, আলমগীর হুসাইন, হাফেজ বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক- আব্বাস উদ্দিন সিকদার, মাওলানা ইউসুফ আহমদ, জাহিদুর রহমান, ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ সাজ্জাদুল্লাহ, বায়তুলমাল সম্পাদক- মুহাম্মাদ ছফিউল্লাহ, উলামা সম্পাদক- মাওলানা জালালুদ্দীন, প্রচার সম্পাদক হাশেম সিকদার, মহিলা সম্পাদিকা- মমতাজ বেগম, নির্বাহী সদস্য- ফরহাদ হোসাইন, মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, মুহাম্মদ শরীফ রিপন, পীর মোহাম্মদ বাপ্পী, মুহাম্মদ নাসির খান ও মুহাম্মদ মনির সিকদার।