নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন বিদ্যানিকেতন ট্রাস্ট এবং বিদ্যানিকেতন হাই স্কুলের কর্মকর্তারা।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মাশফাকুর রহমান, বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্টি বোর্ডের সদস্য কাসেম জামাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, ট্রাস্টি বোর্ডের সদস্য আফজাল হোসেন পন্টি, আরফাদুর রহমান বান্টি, মোয়াজ্জেম হোসেন সোহেল, ফয়সাল আজিজ তুষার, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের শিক্ষার প্রসারে শিক্ষানরাগীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আগামী প্রজন্মের জন্য আমাদের মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।