নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২৯, ২২ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

 রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)।

সোমবাব দিবাগত গভীর রাতে প্রথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে।

রিটন মিয়া ও তার সহযোগিরা ২০২৩ সালে ২৮ আগষ্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের পাশে বউরারটেক এলাকায় আগুনে পুড়িয়ে হত্যা করে।

এর পর থেকে রিটন মিয়া পলাতক ছিল। এছাড়াও রিটন ও তার সহযোগিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে। 

এদিকে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম এলাকায় ৫ আগষ্টের আগে ছিনতাই, ডাকাতিতে জড়িতসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে বহু লোকজনকে আহত করেছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও রফিকুল ইসলাম জড়িত ছিল।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।