
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার সাথে মুঠোফোনে সেলফি তুলে আনন্দ উল্লাস করেন।
আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে দিপু ভুঁইয়াকে রাখায় দলের অনেক নবীন ও প্রবীন নেতারা খুশী। আগামীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো অনেকটা শক্তিশালী হবে। এ ধরণের কর্মীবান্দব নেতা অনেক আগেই জেলার দায়িত্বে আসা উচিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে উজ্জীবিত করতে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু কাজ করছেন। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিপু ভুঁইয়াকে জেলা কমিটিতে পেয়ে খুবই খুশী।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ দিপু ভুঁইয়ার বাসভবনে এসে ফুল দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জেলায় পরিণত করা হবে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের কমিটি নতুন ভাবে সাজানো হবে।
তবে সকল অঙ্গসংগঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এ জন্য জেলার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতাও চেয়েছেন এই নেতা।