নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

পূর্বাচল থেকে নারীর গলাকাটা মরদেহ ও রক্তমাখা ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৯, ৬ জানুয়ারি ২০২৫

পূর্বাচল থেকে নারীর গলাকাটা মরদেহ ও রক্তমাখা ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে সড়কের পাশ থেকে রানী (২৯) নামে এক নারীর মরদেহ ও উদ্ধার করেছে পুলিশ। এসসয় মরদেহের পাশ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ।

নিহতের হাত ও কানে জখম রয়েছে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মোহাম্মদ কাশেমের মেয়ে। মামলার তদন্তের অগ্রগতির জন্য মরদেহের ময়নাতদন্ত করতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গত রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তাঁর লাশ ফেলে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।