নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৪, ৫ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক 

রূপগঞ্জে আবু হানিফ নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় রবিবার (৫ জানুয়ারি) সকালে সুরুজ মিয়া নামে একজনকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এরআগে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

আটককৃত সুরুজ মিয়া পাড়াগাঁও মধ্যপাড়া এলাকার নজু মিয়ার ছেলে এবং যুবদল কর্মী আবু হানিফের উপর হামলাকারী অভিযুক্ত শাহীনের সহযোগি। 

এদিকে এ হামলার ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা শনিবার রাতেই হামলাকারী শাহীনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। আহত যুবদল কর্মী আবু হানিফ মিয়া উপজেলার লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে। 

অপরদিকে হামলাকারী শাহীন মিয়া ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার সকালে ভুলতা-মুড়াপাড়া সড়কে শত শত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এলাকাবাসী ও আহত আবু হানিফ মিয়া জানান, রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসা বন্ধের জন্য একাধিকবার আবু হানিফ মিয়াকে নিষেধ করে শাহীন মিয়া ও তার লোকজন। 

শনিবার রাতে এরই জের ধরে শাহিন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার রাতে পাড়াগাঁও এলাকায় আবু হানিফকে আটক করে কুপিয়ে জখম করেন। এ সময় আহত হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে শাহিন মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা বেড়ে উঠে পাশের মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।