২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসী হামলায় আহত ও নিহত সাথীদের খুনিদের সর্বোচ্চ বিচার এবং তারাবো মারকায উদ্ধারের দাবিতে লংমার্চ ও গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা তারাবো বিশ্বরোড চত্বরে উলামায়ে কেরাম,তাবলীগের সাথীবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটি মুহতামিম দারুল কুরআন মাদ্রাসা মুফতি বদরুল আলম,মুহতামিম জামিয়া কউমিয়া বিশ্বোরোড় মাদ্রাসা মুফতি আব্দুল কাইয়ুম মাদানী,মুহতামিম নাহাটী মাদ্রাসা মুফতি ইমদাদুল্লা হাসিমী,মুহতামিম রূপসী সুইটগেট মাদ্রাসা মাওলানা নুরুল আফসার,উপজেলা মহিলা মাদ্রাসা মাওলানা ইউসুফ ফরিদী,পরিচালক মিরকুটিরচেও মাদ্রাসা হাফেজ মাওলানা তাওহিদুর রহমান,পরিচালক মাঝিপাড়া মাদ্রাসা মাওলানা বেলাল মাদানী,রূপসী নিউমডেল জামিয় ইসলামিয়া দারুলউল্লুম মাদ্রাসা মাওলানা জিয়াউর রহমান আমজাদী,মুহতামিম আলহেরা মাদ্রাসা মাওলানা নুরুল হক ডহরী,খতিব খালপাড় জামে মসজিদ মাওলানা আব্দুল মান্নান সিরাজী,শরিয়তপুরী মুহতামিম হামীউসুন্না মাদ্রাসা মুফতি জাকির উল্লাহ,জিম্মাদার সাথী হাজী হোসেন আলী,জিম্মাদার সাথী মীর মোহাম্মদ জাহাঙ্গীর প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর গভীর রাতে ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।