রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সাইফুল ইসলামের অটোরিকশা গ্যারেজের তালা ভেঙে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাকান্দাইল কবরস্থান সংলগ্ন সাইফুল ইসলামের গ্যারেজে।
জানা গেছে, সাইফুল ইসলামের গ্যারেজের পেছনের দিকের টিনের বেড়া কেটে চোরের দল গ্যারেজে প্রবেশ করে।
এক পর্যায়ে চোরের দল গ্যারেজের গেইটের তালা ও গেইট ভেঙে চার্জে থাকা ৫টি অটো রিকশা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গ্যারেজ মালিক বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, গত ৩মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০টি অটোরিকশা চুরি হয়েছে। অটোরিকশা চুরি বেড়ে যাওয়ায় রিকশা চালক ও মালিকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনর্জার মিজানুর রহমান জানান, রিকশা চুরির একটি অভিযোগ পেয়েছি। তবে রিকশা উদ্ধার ও চোর চক্র গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।