নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার ভোলাবো গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল করিম।

ইউনিয়ন বিএনপির সাধালণ সম্পাদক মনির হোসেন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

সভায় আরো বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ছানাউল্লাহ মিয়া, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, ভোলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা নুর মোহাম্মদ, আবুল কালাম, আব্দুস সামাদ, সোহেল সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতায় অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের যুগ যুগ বছর ধরে চির সরণীয় হয়ে থাকবেন। তাদেরকে বাংলার মানুষ কখনো অস্বীকার করতে পারবে না।

বক্তারা আরো বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে প্রতিটি পরিবারের মায়েদের জন্য বরাদ্দ থাকবে ১০ হাজার করে টাকা। ঘোষিত সকল দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হবে।  

সম্পর্কিত বিষয়: