রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করায় বীর মুক্তিযোদ্ধা একে এম শামসুল আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
কুপিয়ে আহত করা হয়েছে একই পরিবারের তিনজনকে। গত শনিবার রাতে তারাবো পৌরসভার রূপসি বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে হামলার ঘটনায় রাজিয়া সুলতানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় পৃথক আরেকটি অভিযোগ করেছেন।
শামসুল আলমের অভিযোগ, চাঁদার দাবিতে বিল্লাল হোসেন ও তাঁর অনুসারীরা রূপসি এলাকায় টিমা টাওয়ারে আমার ছেলে শামীম হোসেন ও তার বন্ধু বাতেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট চালায়। এ ঘটনায় আমার ছেলে শামীম হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে বিল্লালের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালান।
শামীম হোসেনের মা রাজিয়া সুলতানা বলেন, তারা এমন ভাবে হামলা করেছে যেন কেয়ামত নেমে এসেছে। ঘরের কোন কিছু বাকি রাখেনি। প্রতিটি কক্ষ ভাঙচুর ও তছনছ করেছে। এ সময় তারা ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং ফ্রিজে রাখা মাছ-মাংসও নিয়ে গেছে। আমার অন্ত:সত্বা মেয়েকেও ছাড় দেয়নি। তাকেও মারধর করেছে।
অভিযুক্ত বিল্লাল হোসেনের কাছে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা আগে আমার উপর হামলা করেছে। আমি হাসপাতালে ভর্তি রয়েছি কিন্তু তাদের বাড়ী-ঘরে কে হামলা করেছে আমি জানি না।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, শামীম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।
অভিযোগের সত্যতা পেয়েছি। পরে তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে। সে ঘটনায় আরেকটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হামলার প্রমাণ মিলেছে।