নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্চেদ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান, তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, প্রকৌ. সৈয়দ তাফহিম , উপ-সহ: প্রকৌ. শাহীনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ। এসময় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ খুলে নেওয়া হয়। এসময় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৭,শ ফিট পাইপ জব্দ করা হয়।