নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫০, ১৬ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ, মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

এর আগে শহীদ মিনারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম.এ মোমেন মিয়াকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ নিয়ে রূপগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 
উপজেলা কড়ইতলায় আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়। 
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নিদের্শণা দিয়ে বিএনপি নেতাদের সর্তক করে দিয়েছেন যে, আওয়ামী লীগের কোনো নেতাকে বিএনপিতে ঠাঁই দেয়া যাবে না। কাজী মনিরুজ্জামান কি ভেবে একজন আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিলেন তা আমার জানা নেই।