নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫ : অটোরিক্সা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১২, ২৯ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫ : অটোরিক্সা উদ্ধার

রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যায় জড়িত ৫ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইল থানাধীন নয়ানি পাড়ার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদের ছেলে হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টারদিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সূত্র ধরে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে বাবুলকে হত্যার ঘটনা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে