রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্কুল ছাত্র রোমান হত্যা মামলার অন্যতম আসামি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নবেম্বর) রাতে জেলার বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন এলাকায় আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা।
এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সেই আনন্দ মিছিলে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নবকিশলয় স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া।
এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর পর থেকে পলাতক ছিলেন মামলার অন্যতম আসামি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান জানান, গ্রেফতারের পর আসামি
শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডের আবেদন করে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আদালতে প্রেরণ করা হয়।
তবে রিমান্ড শুনানি না হওয়ায় পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী আসামি শফিকুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।