নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪

রূপগঞ্জের বরপায় ১০ হাজার মানুষ পানি বন্দি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০৫, ১৪ অক্টোবর ২০২৪

রূপগঞ্জের বরপায় ১০ হাজার মানুষ পানি বন্দি

রূপগঞ্জের বরপা এলাকার বাদামতলা, উত্তর দরগাবাড়ী, গোয়ালবাড়ী, বারগাঁও কবরস্থান, সূতালাড়া, যাত্রামুড়া গ্রামের দশ হাজার মানুষ পানি বন্দি অসহায় অবস্থায় বসবাস করছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারনে গ্রামের সড়ক গুলো তলিয়ে গেঠে পানির নিচে এবং চারদিকে সৃষ্টি হয়েছে  জলবদ্ধতা। এতে করে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা। 

এদিক কোন কোন জায়গায় হাটু পানি পযন্ত ডুবে গেছে। সড়কে জমে থাকা পানির কারনে পাকা সড়কগুলোতে তৈরি হচ্ছে বড় বড় খানা খন্দ। প্রতিদিনই চলাচলকারী গাড়িগুলো পতিত হচ্ছে বিভিন্ন দূর্ঘটনায়।  

এসব এলাকার কিছু কিছু স্থানে পানির গভীরতা বেশি হওয়ার কারনে প্রাথমিক স্কুলের বাচ্চারা বিদ্যালয়ে যাচ্ছে না। ফলে বিদ্যালয়ের উপস্থিতিও অনেক কমে গেছে । 

এলাকাবাসীর অভিযোগ, পাকৃতিক দূর্যোগের পাশাপাশি মানুষের কৃত্রিম সংকট ও এ ভোগান্তির অন্যতম প্রধান কারণ। বর্তমানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু দিয়ে অপরিকল্পিত জমি ভরাট করার কারণে পানি কোন ডোবায় বা পুকুরে না যেয়ে রাস্তা ঘাট ও বাসত বাড়িতে প্রবেশ করছে ।  

অবৈধভাবে খাল ভরাট করে দোকান ও ঘর উঠিয়ে খালের পাড় দখল করায় ছোট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা। 

বিগত বিশ দিন যাবত কবরস্থানে যাওয়ার রাস্তা ডুবে আছে। কেউ মারা গেলে তার লাশ দাফন করতে যাওয়া কষ্টকর। দীর্ঘ দিন যাবত পানি জমে থাকার কারনে পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মুসল্লীরা মসজিদে যেতে পারছে না ওজুখানা ডুবে আছে ময়লা পানিতে।  

গ্রামবাসীর দাবি, জলাবদ্ধতা দূর করণে পর্যাপ্ত  ড্রেনেজ ব্যবস্থা, খাল উদ্ধার  এবং  খাল খননের দ্রুত ব্যবস্থা করতে।  গোয়ালবাড়ি এবং বারগাঁও এলাকায় জরুরী ভিত্তিতে সেচ পাম্প বসিয়ে পানি খালে নামার ব্যবস্থা করা গেলে এ মুহূর্তের দূর্ভোগ থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে।