নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জের কাঞ্চন সেতুর অবৈধ টোল আদায় বন্ধে রাজনৈতিক দলগুলোর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জের কাঞ্চন সেতুর অবৈধ টোল আদায় বন্ধে রাজনৈতিক দলগুলোর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে  সড়কের  যানজট নিরসনে কাঞ্চন সেতুর অবৈধ টোল আদায় বন্ধে  একাত্মতা  প্রকাশ করেছেন  উপজেলার রাজনৈতিক দলগুলো।  বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলা পরিষদ  মিলনায়তনে  সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায়  অবৈধ টোল আদায় বন্ধে রাজনৈতিক দলগুলো এ দাবি পেশ করেন।

সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণে ২৪ ঘণ্টাই থাকে যানজট। টোল প্লাজার উভয় পাশে ৮-১০ কিলোমিটার দীর্ঘ এই যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের।  অন্যদিকে গত ৫ আগষ্টের পর সারাদেশের মতো রূপগঞ্জের চরমভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। এতে দূর্বৃত্তরা বিভিন্ন  দলীয় পরিচয়ে লুটপাট ও অরাজকতায় মেতে ওঠে। তাই সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে রূপগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরানোর দাবী করা হয়। 

রূপগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,সাবেক যুবদল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,জামায়াতে ইসলামী বাংলাদেশ'র সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, রূপগঞ্জ  উপজেলা আমীর সাইফুল ইসলাম সিরাজি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা সভাপতি ইমদাদুল্লাহ হাশেমী। এছাড়াও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন,গত ৫ আগষ্টের পর সারাদেশের মতো রূপগঞ্জের চরমভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। এতে দূর্বৃত্তরা বিভিন্ন  দলীয় পরিচয়ে লুটপাট ও অরাজকতায় মেতে ওঠে। তাই সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে রূপগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরানোর দাবী করা হয়। 

জামায়াত ইসলামী বাংলাদেশ  নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল বলেন, রূপগঞ্জের মহা সড়কে যানজট, কিন্তু পুলিশ নাই, পাশাপাশি অবৈধ উপায়ে গত ৮ বছর ধরে টোল আদায় করছে কাঞ্চন ব্রিজে। এসব টোলের টাকা সরকারি কোষাগারে যায় না। ভাগাভাগি হয় মাত্র।  তাই এটি বন্ধ করতে হবে।  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, কাঞ্চন ব্রিজের টোলের কারনে সারাদেশের লোকজন ভোগান্তি পোহায়। তাই এ টোল বন্ধ করতে হবে।  অন্যদিকে গাজীর প্রেতাত্নারাও চাঁদাবাজি অস্ত্রবাজিতে লিপ্ত, তাই রূপগঞ্জের আইন শৃঙ্খলা ফেরাতে সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, রূপগঞ্জের রূপ ফেরাতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। পাশাপাশি সব দলের অংশগ্রহণে বর্তমান  সরকারকে সহযোগিতা করবো। দেশের মানুষ ও দেশের ভুখন্ডের উন্নয়নে কাজ করবো।  

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, কাঞ্চন ব্রিজের টোল আদায় অবৈধ হয়ে থাকলে তা বন্ধ করে  দেওয়া হবে। রূপগঞ্জ গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে ৬ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এদের মধ্যে মেগা শিল্প কারখানা রয়েছে ২শতাধিক। কোথাও অনিয়ম সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি পেলে  যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।