নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের বসতঘরে হামলা লুটপাট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১২, ২ আগস্ট ২০২৪

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের বসতঘরে হামলা লুটপাট 

পূর্ব শত্রুতার জের নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতঘরে হামলা চালিয়ে মালামাল ভাংচুর, স্বর্ণ, নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীদের হামলায় নারীসহ ২ নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ছনিয়া বেগম বলেন, কিছুদিন পূর্বে স্থানীয় বখাটে মাদকসেবি মিঠু ও শরীফের সাথে আমাদের বিরোধ হয় এরপর থেকে তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মিঠু, শরীফসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুট করে। 

এতে বাধা দিতে গেলে বৃষ্টি আক্তার, জাল সেলিনা খাতুন, পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।