বন্দরে ১৯ বছরের যুবতীকে গণধর্ষণের মামলার প্রধান আসামী লম্পট আদম বেপারী আশাবুদ্দিন ওরফে আশু (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বিকেলে বন্দর থানার ২০ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এলাকা থেকে ওই লম্পট আদম বেপারীকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত আদম বেপারী আশাবুদ্দিন আশু বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত নূর উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। যার মামলা নং- ১৪(৩)২২।
তথ্য সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সদর থানার কাতিয়ারচর এলাকার (১৯) বছরের এক যুবতী গত ১৫ ফেব্রুয়ারি বন্দরে একরামপুর এলাকাস্থ তার খালার বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুর ১টায় ওই যুবতী ঔষধ আনার জন্য দোকানে যায়।
পরে দোকানের সামনে দাঁিড়য়ে থাকা অজ্ঞাত নামা এক মহিলা বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেক জনের সাথে কথা বলার সময় ওই যুবতী অজ্ঞাত নামা মহিলার কাছ থেকে আদম বেপারী নাম্বার নেয়। পরে ওই যুবতী আদম বেপারী নাম্বারে ফোন দিলে আদম বেপারী তার পরিচয় আলাউদ্দিন নামে জানায়।
আদম বেপারী আলাউদ্দিন বিদেশের বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় ওই যুবতীর মোবাইলে ফোন দিয়ে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে। আদম বেপারী আলাউদ্দিন মিয়ার কথামতে সরল বিশ^াসে ওই যুবতী সাথে সাথে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসে। পরে লম্পট আলাউদ্দিন রিক্সা যোগে বন্দর থানার হাজীপুরস্থ মেরিন ট্রেনিং সেন্টারের পাশে ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনসহ সেখানে আরো ৫ নরপশু ওই যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, গণধর্ষন মামলার প্রধান আসামী আদম বেপারী আশুকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আদম বেপারী আশুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে