নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

অবশেষে নাসিক ৭নং ওয়ার্ডের নয়াপাড়ায় নতুন টিকা কেন্দ্র

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১১, ১ মার্চ ২০২২

অবশেষে নাসিক ৭নং ওয়ার্ডের নয়াপাড়ায় নতুন টিকা কেন্দ্র

সিদ্ধিরগঞ্জে কোভিড-১৯, গনটিকা কর্মসূচির শেষ দিনে নাসিক ৭নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় নতুন টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করেছে এলাকাবাসী। টিকা কেন্দ্রের জন্য গত শনিবার সকালে দক্ষিণ কদমতলী ও গোদনাইল নয়াপাড়ার এলাকার নারী-পুরুষরা এক মানববন্ধন করেন। 


রবিবার এ বিষয়ে জাতীয় ও স্থানীয় দৈনিকসহ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়রের দৃষ্টি গোচর হয়। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনার প্রত্যক্ষ তত্বাধনে হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুলে টিকাদানের ব্যবস্থা করা হয়।


জানা যায়, সিদ্ধিরগঞ্জে ৯টি ওয়ার্ডের ৩৫টি কেন্দ্রে কোভিড-১৯, গনটিকা কর্মসূচির আওতায় ১২ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা প্রদান করে। ৭ নং ওয়ার্ডে ৩টি কেন্দ্রের মধ্যে দক্ষিন কদমতলী আদমজী কবরস্থান এলাকায় ৫শত গজের মধ্যে ২টি টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

নয়াপাড়া এলাকার বয়স্ক পুরুষ ও নারীদের অধিকাংশই টিকা টিকা দিতে না পেরে মানববন্ধন করে। তারা এলাকায় একটি টিকাকেন্দ্রের দাবী জানান।


টিকা কেন্দ্র পরিদর্শন করে সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বলেন, এ এলাকাবাসীর জন্য টিকার ব্যবস্থা করতে পারায় আমি ধন্য। হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক মুবাশশিরা হৃদয় জানান, সকাল ৮টা থেকে নারী-পুরুষগণ লাইনে দাড়ান, কিন্তু টিকা আসে সকাল ১১টায়। সিটি কর্পোরেশনের ৫জন স্বাস্থ্যকর্মী বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করেন।