নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

ফতুল্লা পাইলট স্কুলে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ফতুল্লা পাইলট স্কুলে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সম্পন্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফতুল্লা পাইলট স্কুলে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফতুল্লা পাইলট স্কুলে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।


নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস জানান, সরকারের নির্দেশিত গণটিকা কার্যক্রম আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়েছি। আজ আমরা সদরের কয়েকটি ইউনিয়নে মোট ১৭ হাজার টিকা   সুশৃঙ্খলভাবে দিতে পেরেছি।

 

ফতুল্লা পাইলট স্কুলেই ৩ হাজার টিকা দেয়া হয়েছে। তবে আজ কোন গণটিকা কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি।


ফতুল্লা পাইলট স্কুলে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ৪ নং ওয়ার্ড সদস্য মো. মাইনুদ্দিন ও ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে সালমা আঁখি।