ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করার অভিযোগে কাজী রাসেল (৩৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কাজী রাসেল ফতুল্লা থানার পশ্চিম দেওভোগের মৃত কাজী স্বপনের পুত্র।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে তাকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে শুক্রবার দুপুরে নির্যাতিত গৃহবধূ সোহেলা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয় ৪ বছর পূর্বে গ্রেপ্তারকৃত রাসেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে গ্রেপ্তারকৃত রাসেল যৌতুকের দাবীতে তাকে প্রায় সময় শারিরীক এবং মানসীক ভাবে নির্যাতন করে আসছিলো।
তিনি স্বামীর চাহিদা মোতাবেক গত চার বছরে ৫ লাখ টাকা প্রদান করেন।তারপরও আরো টাকা দেওয়ার জন্য প্রতিনিয়ত তাকে মারধর করতে থাকে।
এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের ২৯ তারিখ রাত ৮ টার দিকে গ্রেপ্তারকৃত রাসেল আরো টাকা দাবী করলে সে তা প্রদানে অসম্মতি জানালে তাকে বেদম প্রহার করে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কমকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (৪) জানায় মামলা হয়েছে। আসামী কাজী রাসেল কে গ্রেপ্তার করা হয়েছে।