নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লাস্থ মিডল্যান্ড ব্যাংক ফতুল্লা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ডিসেম্বর) বিকালে ফতুল্লা বাজার সংলগ্ন মিডল্যান্ড ব্যাংক ফতুল্লাহ শাখার সার্বিক তত্ত্বাবধানে দঃস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক ফতুল্লা শাখা প্রতিষ্ঠাকালীন সময থেকেই ফতুল্লায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে অংশ গ্রহণ করে আসছে।
এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শাখার নিজস্ব অর্থায়নে এবং শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরন ও কোভিড-১৯ –এর সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োযন করে।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লাহ শাখার ম্যানেজার এস এম সাঈদ আল ইসলাম, রিলেশনশিপ অফিসার মো. মাহমুদুল হাসান, শাখা অফিসার তরিকুল ইসলাম ও মিলন চন্দ্র বর্মণ।
এর আগে এ বছর জুন মাসে করোনা কালীন সময়ে মিডল্যান্ড ব্যাংক ফতুল্লা শাখার অধীনে দুস্থ ও অসহায়দের মাঝে ব্যাপক ত্রান বিতরণ করা হয় ।