দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে নাসিক ২নং ওয়ার্ডে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ টিকা প্রদানের কার্যক্রমের উদ্ধোধন করেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসারোডস্থ নাসিক ২নং ওর্যাড কাউন্সিলর কার্যালয়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ৩টি বুথে এদিন ঐ ওয়ার্ডের ১৭'শ ১০ জন নারী-পুরুষকে করোনার টিকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, হাজী জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর পরিবার পরিকল্পনার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড টিকা কেন্দ্রের সুপার ভাইজার ও কাউন্সিলর সচিব মাস্টার মহিউদ্দিন, সোলাইমান পলাশ, জসিম উদ্দিন, সহকারী সচিব তানভীর হাসান তুহিন প্রমূখ।
কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। বাড়ির কাছে সহজে টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে টিকা নিতে আসা ওয়ার্ডবাসী।