নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা এলাকায় 

র‌্যাব-১১’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৮, ২৭ অক্টোবর ২০২১

র‌্যাব-১১’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা এলাকায় র‌্যাব-১১’র মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ কেজি গাঁজা। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাহাঙ্গীর (৪৪), মো. সুমন (৩৫), লিমন আহম্মেদ রাব্বি (২১) ও মো. রাশেদুল ইসলাম (২৮)। 


মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 


লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকালে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকা থেকে মো. জাহাঙ্গীর (৪৪) ও মো. সুমন (৩৫) কে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি  ট্রাক জব্দ করা হয়।  


একইদিন সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে লিমন আহম্মেদ রাব্বি (২১) এবং  মো. রাশেদুল ইসলাম (২৮) কে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি  প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। 


লে. কমান্ডার মাহমুদুল হাসান আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।