নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কিশোরী (১৩) কে অপহরণ করে মুক্তিপণ দাবি করা সেই অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ওই কিশোরীকে কুষ্টিয়া জেলার দৌলতপুরের দৌলতখালী গ্রাম থেকে উদ্ধার করা হয়।
তবে এ সময় অপহরণকারী চক্রের কাউকে গ্রেপ্তার করেনি পিবিআই। গত ৩০ মে রিদয় আলী ওরফে মো. হৃদয় ইসলাম (২২), আনোয়ারুল ইসলাম (৪১), শেফালী বেগম (৩৩), ফিরোজা খাতুন, জালাল উদ্দিন (৫৪) ফতুল্লার উত্তর কাশিপুর গেদ্দারবাজার এলাকার মাহাবুব আলমের মেয়েকে অপহরণ ও মুক্তিপণ দাবি করে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পিবিআই।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইদকে দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এসআই টিপু সুলতান।
নিখোঁজ কিশোরী উদ্ধারের লক্ষ্যে পিবিআই গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়া জেলার দৌলতপুরের দৌলতখালী গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, অপহৃত কিশোরীকে উদ্ধারের পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.শাকিল আহাম্মদ এর আদালতে হাজির করা হয়। পরে ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আদালত কিশোরীকে মায়ের জিম্মায় দিয়ে দেন।