নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১১, ৩ অক্টোবর ২০২১

ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ দুই তরুন কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চাঁদনী হাউজিংয়ের ফারুক মালের পুত্র মো. শান্ত মিয়া (১৯) ও ফতুল্লা মডেল থানার শাসনগাঁও বিসিকস্থ নিউ আর,এস ফ্যাশন সংলগ্ন মো. মুকুলের পুত্র মো. স্বাধীন (১৮)। শনিবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, শনিবার দুপুরে বিসিকনগরস্থ একটি নিটিং কারখানরান সামনের রাস্তায় ৪/৫ জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। 

 

বিষয়টি সন্দেহ হলে বিসিক শিল্প নগরীর সিকিউরিটির দ্ধায়িত্বে থাকা সিকিউরিটিগার্ডের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেস্টা করে। এ সময় একটি চাকু ও পিস্তল সাদৃশ্য অস্ত্র সহ দুজন কে আটক করতে সক্ষম হয় তারা। 


পরে আটককৃতদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃতরা কেনো সেখানে অবস্থান করছিলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।