সোনারগাঁয়ের কাঁচপুরের এস এস ফিলিং ষ্টেশনে পুর্ব শত্রুতার জের ধরে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের একটি ট্রেইলর ভাংচুর চালিয়ে ওই ফিলিং ষ্টেশনের প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোর রাতে এঘটনাটি ঘটে। সোনারগাঁও থানায় এস এস ফিলিং স্টেশন মালিক সাইদা আক্তার শিউলি শনিবার সাধারন ডায়েরী (নং-৫৮৪)করেছেন।
সাধারন ডায়েরীতে তিনি উল্লেখ করেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সিমেন্ট মিক্সার মেশিনের একটি ট্রেইলর যার নং ঢাকা মেট্রো- শ -১১-১৬৩৮। আমার প্রতিষ্ঠান এস এস ফিলিং স্টেশনের ২টি বড় হাইভোল্ডেজের বৈদ্যুতিক খুটি, ৩টি বড় সাইনবোর্ড, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে।
সাইদা আক্তার আরো জানান, উক্ত ট্রেইলরের মালিক আমার মামলার আসামি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। খোরশেদের বিরুদ্ধে আমি ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করি।
তিনি আরো জানান, মামলা দায়ের করার পর থেকে আসামীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার হুমকি দিয়ে আসছে।
সাইদা জানান, সম্প্রতি এরা মামলা তুলে নেয়ার জন্য আমাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রানে মেরে ফেলার হুমকিসহ আমার ব্যবাসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার আমার মালিকানা এস এস ফিলিং স্টেশনে ভাংচুর করে ক্ষতি সাধন করে।