নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

বারদীতে গনটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন করলেন জহিরুল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২১

বারদীতে গনটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন করলেন জহিরুল 

সারাদেশের ন্যায় সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে প্রতিরোধক গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যত্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বারদী ইউনিয়ন পরিষদ মাঠে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক এ গনটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন করেন।


গনটিকা কার্যক্রমকালে ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মানুষকে প্রথম ধাপে ২৫ বছরের উপরে ৬শ জনকে করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হয়। প্রথম ধাপে টিকা গ্রহনকারী সকলের মাঝে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে ও টিকা প্রদান কালে বয়স্ক এবং প্রতিবন্ধী ও মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।

 

গনটিকা প্রদানকালে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জেএডএম নজরুল ইসলাম, আওয়ালীলীগ নেতা করিম, ইউনিয়ন পরিষদ সচিব রাসেল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীগণ।


এ সময় জহিরুল হক চেয়ারম্যান বলেন, মনে রাখতে হবে স্থাস্থবিধি মানার ক্ষেত্রে আপনি সচেতন হলে আপনার পরিবার সচেতন থাকবে আর তাহলেই আমরা এই ভাইরাসকে পরাজিত করতে সক্ষম হবো। আপনি নিজে করোনার টিকা নিন অপরকে এই টিকা নিতে উৎসাহিত করুন।