সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নে নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রূপায়ন গ্রুপ।
শুক্রবার সকালে বারদী ইউনিয়নের ২৫ শত পরিবারের মধ্যে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বারদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক নিজে দাঁড়িয়ে থেকে খাদ্য সামগ্রী বিতরণ তদারকি করেন।
নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু।
চেয়ারম্যান জহিরুল হক বলেন, বারদী ইউনিয়ন বাসীর অসহায়দেরকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী সাহেব সব সময় উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আমি বারদী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে রূপায়ন গ্রুপ এম পি কে ধন্যবাদ জানাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, আলমগীর সরকার, রূপায়ণ গ্রুপের কর্মকর্তা হাফিজ হক, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।