নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২৬, ৩ সেপ্টেম্বর ২০২১

সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সনমান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ্ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।


 ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি পিয়াজ, ডাউল ২ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি, সেমাই ২ প্যাকট, আলু ৫ কেজি,  দুধ ১ প্যাকেট ও পোলার চাল ১ কেজি।

 

এসময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে আসা ত্রান আমার এলাকার গরিব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলে দিতে পেরে আমি সন্তুষ্ট। 


ত্রান বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের বিভিন্ন নেতা কর্মীরা।