অনেক প্রতীক্ষার পর অবশেষে না.গঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ টিকা কেন্দ্র চালু হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারি সার্জন ডা. নূরে আকতার, মেডিকেল অফিসার ডা. উম্মে তানিয়া সুলতানা ও ডা. সাজিয়া সিদ্দিক প্রমূখ।