নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সরকারী হালট দখল করে বালু ভরাট, অর্থদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫২, ১০ আগস্ট ২০২১

সোনারগাঁয়ে সরকারী হালট দখল করে বালু ভরাট, অর্থদন্ড

সোনারগাঁয়ে সরকারী হালট দখল করে বালু ভরাটের অভিযোগে জামান মিয়া নামের একজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার (৯ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। এ সময় বালু ভরাট কাজের ব্যবহৃত পাইপ ভেঙ্গে নষ্ট করা হয়।  ঘটনাটি ঘটে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে ইছাপাড়া এলাকায়। 


জানাগেছে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে দিয়ে প্রবাহিত খাল দিয়ে ওই এলাকার প্রায় ২৫টি গ্রামের পানি নিষ্কাশন হয়। এ খালের হালট ইছাপাড়া গ্রামের জামান মিয়া বালু ভরাট করে বন্ধ করে দিচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। 


পরে সোমবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাটের সত্যতা পেয়ে হাবিব মিয়া নামের একজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে।

 

এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ এর ধারা (০৬)(ঙ) লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।