নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৯ টি ওয়ার্ডে তিন দিনে ১৬ হাজার দুইশত জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার (৯ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী।
এর আগে গত শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। এর মধ্যে প্রথম দিনে করোনাভাইরাসের টিকা নেন ৫ হাজার চারশত জন।
এদিকে সরেজমিনে সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র, সিদ্ধিরগঞ্জের টিকা কেন্দ্রগুলো সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
কিন্তু টিকার পরিমাণ কম হলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো অনেক বেশি। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সিদ্ধিরগঞ্জের কয়েকটি টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে টিকা নিতে আসা ব্যক্তিদের গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে টিকা শেষ হয়ে গেলে তাদের চলে যেতে বলা হলে সেখানে হট্টগোল শুরু হয় এবং পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মানুষের ভিড়ের বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী জানান, নাসিক ১ নং ওয়ার্ডে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় সেখানে টিকা কার্যক্রম শুরু হয় সকাল ৯টার কিছুক্ষণ পর এবং নাসিক ২ নং ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় সেখানেও কিছুটা সমস্যা হয়েছে টিকা দিতে। মোবাইলে ম্যাসেজ না পেয়েও অনেকে টিকা কেন্দ্রে আসায় এ অবস্থা তৈরি হয়।
তিনি আরও জানান, সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে প্রতিদিন ৫ হাজার চারশত টিকা করে তিন দিনে মোট ১৬ হাজার দুইশত জনকে টিকা দেওয়া হয়েছে। প্রথম দিন টিকা গ্রহীতাদের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।