নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

ফতুল্লায় ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:০৬, ৮ আগস্ট ২০২১

ফতুল্লায় ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সারাদেশের ন্যায় ফতুল্লা পাইলট স্কুলে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা নারায়ণগঞ্জ সদর  উপজেলার ফতুল্লার পাইলট স্কুলে ফতুল্লা  ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডে বসবাসকারী মোট ৬শ' জনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে। 


ফতুল্লা পাইলট স্কুলে স্থাপিত টিকা কেন্দ্র বিভিন্ন সময়ে পরিদর্শনে আসেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম। 


পর্যায়ক্রমে প্রতিটি ওর্য়াডের নাগরিকদের এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।


কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এ সময় আরও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক  লীগ সভাপতি  ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো. মোবারক হোসেন, ফতুল্লা পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক রণজিৎ মোদক ও ফতুল্লা ইউপি'র ১নং ওয়ার্ডের দায়িত্বপ্রপ্ত হাসমত আলী প্রমূখ।