নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি ১টি, বড় সুইচ গিয়ার চাকু ১টি, ছোরা ৩টি,এবং স্টিলের পাইপ ২টি।
বৃহস্পতিবার (৫ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে আদমজীর নতুনবাজার আবেদ আলী সুপার মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক।
র্যাব জানায় আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে।
বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।