নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে গৃহবধূ খুন, স্বজনদের দাবি পূর্বপরিকল্পিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩২, ৫ আগস্ট ২০২১

আড়াইহাজারে গৃহবধূ খুন, স্বজনদের দাবি পূর্বপরিকল্পিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হালিমা বেগম (৬০) নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে। বৃহম্পতিবার (৫ আগষ্ট) বেলা ১০টার দিকে গোপালদী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ভিটি কলাগাছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

 

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জবেদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী। এ সময় তার বোন জামাতা আব্দুল করিমকেও দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 


নিহতের স্বজনদের দাবি হালিমাকে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কয়েক মাস আগে রাতের আধাঁরে ভাগ্নি জামাতা হাসেন আলীর ভাই ইমান আলীমুখোশ পরিহিত অবস্থায় তাকে হত্যার চেষ্টা চালায়।


মৃতের চাচাতো ভাই সুমন জানান, হালিমাকে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একটি মাটির চুলা ভাঙাকে কেন্দ্র করে প্রথমে ভাগ্নি জামাতা হাসেন আলীর সঙ্গে ঝগড়া হয় তার ভাই ইমান আলীর। এ সময় ঝগড়া থামানোর চেষ্টা করে বোন হালিমা বেগম। 


এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমান আলী হালিমার গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। এ সময় তার বোন জামাতা আব্দুল করিমকেও দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 


মৃতের বোন হাবিবা বেগম অভিযোগ করেন, হালিমাকে কয়েক মাস আগে রাতের আধাঁরে মুখোশ পরিহিত অবস্থায় হত্যার চেষ্টা চালায় ইমান আলী। 


আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।