সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে ১৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আফজাল হোসেন (৩২), মো. আঃ রহমান (৩৮), মো. আমির হামজা (২৪), মো. মাসুদ ইসলাম (১৮), মমিনুল ইসলাম (৪৫), মো. রায়হান হোসেন (২৮), মো. হানিফ (৪৩), মো. ওয়াজেদ মিয়া (৪৮), মো. জাকির হোসেন (৩৪), মো. জাকের হোসেন (৩২), মো. হাবিবুর রহমান (২৬), মো. আনোয়ার হোসেন (২৮), মো. রনি হোসেন (২৮) এবং মো. ওসমান গনি মুন্সি (৫৬)।
এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৮হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়। বুধবার (৪ আগষ্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা শিমরাইল এলাকায় ঢাকা-চট্রগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১শ’ থেকে ২শ’ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।