বন্দরের একটি কোরবানির হাটে ১ টি গরুর দাম ২২ লাখ টাকা হাকিয়েছে বেপারী। বন্দরের বিভিন্ন হাট ঘুরে ফরাজিকান্দা পশুর হাটে গিয়ে ঐ ষাঁড়টির সন্ধান মেলে। যার নাম দেয়া হয়েছে রাজাবাবু। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রহিম ব্যাপারীর খামারে প্রায় তিন বৎসর যাবৎ পালন করা হয়েছে রাজাবাবুকে।
ইতিমধ্যেই রাজাবাবুকে দেখতে বন্দরসহ নারায়ণগঞ্জ এর নানা প্রান্ত থেকে জড় হচ্ছে লোকজন। কয়েকজন দামাদামিও করেছেন। এখনো পর্যন্ত সর্বোচ্চ ৯ লাখ টাকায় ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রেতারা।
মালিকপক্ষ বলেছে, ক্ষতিকারক কোন ওষুধ প্রয়োগ ব্যতিত স্বাভাবিক প্রাকৃতিক খাদ্যেই পশুটিকে লালণ করা হয়েছে। উপযুক্ত দাম পেলেই রাজাবাবুকে বিক্রয় করবেন তারা।