আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহাউৎসব। সরেজমিনে গিয়ে দেখা গেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উৎরাপুর এর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ হতে একদল প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় রফিকুল, আউয়াল, আমির, ইলিয়াস, মাদক ব্যবসায়ী সোহেল, মুন্না বাবুসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে এই নদী থেকে বালু উত্তলন করে আসছে।
ফলে ভাঙ্গনের মুখে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলো। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। গত ১৫ দিন আগে ওই এলাকার ভুক্তভোগি এক লোক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে কিছু দিন আগে গ্রামবাসী একত্রিত হয়ে ৬ টি অবৈধ ড্রেজার পুড়িয়ে দেয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।