নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ডাকাত রতন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২২, ২৯ এপ্রিল ২০২৫

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ডাকাত রতন গ্রেপ্তার

"আয় আমাকে ধর, কল লিস্ট খুঁজে বের কর দেখ আমি কোথায়, পারলে আমাকে ধর" নিজ ফেইজবুক আইডিতে পোস্ট করার কিছু সময়ের মধ্যে ভারতীয় সীমান্তবর্তী  কসবা থেকে ফতুল্লার বক্তাবলীতে প্রাইভেট কারে ডাকাতি করে ১২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী, পেশাদার ডাকাত রতন (৪২) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে লুন্ঠিত সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

গত সোমবার বিকেল ৫ টার দিকে ব্রাহ্মনবাড়ী জেলার কসবা থানাধীণ তেতৈয়া নামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ডাকাত রতন কে গ্রেফতার করে পুলিশ।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা ডাকাত রতনের অন্যতম সহোযোগি হাসান (৩৪) কে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতেদর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম জানান, চলতি মাসের ২৩ তারিখ রাত ১০ টার দিকে মামলার বাদী প্রাইভেট কারে করে স্বর্নালংকার বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে ঢাকা থেকে বক্তাবলীস্থ নিজ বাসায় যাচ্ছিলেন।

বক্তাবলি  চর প্রসন্ননগরস্থ মদিনা বাজার নামক পৌছামাত্র পেশাদার ডাকাত, শির্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত ডাকাত রতন তার কয়েক সহোযোগিকে নিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে বাদী কে মারধর সহ গাড়ীর গ্লাস ভাংচুর করে সাথে থাকা ১২ লাখ ৬৫ হাজার ছিনিয়ে নিয়ে যায়। 

ঘটনার পরপর তারা আত্নগোপনে চলে যায়। পরে সোমবার সকালে চাদপুর থেকে প্রথমে হাসান কে পরবর্তীতে ভারতীয় সীমান্তবর্তী কসবা থেকে মূল হোতা রতন কে গ্রেফতার করা হয়। তিনি জানান,রতন গ্রেপ্তারের কয়েক মিনিট পূর্বে সীমান্তবর্তী একটি পাহাড়ের উপরে উঠে একটি ভিডিও তৈরি করে তার ফেইসবুকে আপলোড দেয়। 

যাতে রতন কে চিৎকার করে বলতে শুনা যায় আয় আমাকে ধর,কল লিস্ট খুঁজে বের কর দেখ আমি কোথায়,পারলে আমাকে ধর"। পাহাড় থেকে পায়ে হেটে নামার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে।