
বন্দর সাংগঠনিক দক্ষিন থানা জামায়াতের শনিবার দিনব্যাপী বন্দর খেয়াঘাট, আমিন আবাসিক এলাকা, র্যালী এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
কুরআনের আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়নে উক্ত দাওয়াতী গণসংযোগে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
এসময় তিনি বলেন মানুষরে বানানো কোন আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দফা দাওয়াতের মাধ্যেমে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
বন্দর দক্ষিন থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরীর সভাপতিত্বে সেক্রেটারি কাজী মামুনের সঞ্চালনায় দাওয়াতী গণসংযোগে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।