নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ এপ্রিল ২০২৫

বন্দরে ঝুটের গোডাউনে অগ্নিকান্ড, ১৬ লাখ টাকা ক্ষতি সাধন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ২২ এপ্রিল ২০২৫

বন্দরে ঝুটের গোডাউনে অগ্নিকান্ড, ১৬ লাখ টাকা ক্ষতি সাধন  

বন্দরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পরে গোডাউনে রক্ষিত ঝুট পুড়ে কমপক্ষে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ঝুট ব্যবসায়ী  মিম্বর হোসেন এ কথা জানিয়েছে। 

তবে কিভাবে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ এডঃ মাহামুদার ভাড়াটিয়া গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহযোগিতায় কমপক্ষ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জুট ব্যবসায়ী মিম্বর গণমাধ্যমকে আরো জানায়, আমি দীর্ঘ দিন ঝুট ব্যবসা করে আসছি।

ব্যবসায়ী বিরোধসহ পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারী রাতের আধারে  আমার ঝুটের গোডাউনে অগ্নিসংযোগ করে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায়  বন্দর থানায় লিখিত দায়েরের প্রস্তুতি চালাচ্ছি।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। অগ্নিকান্ডের কারন জানার জন্য  আমাদের তদন্ত অব্যহত আছে।