নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ২১ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন  

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মো. জাকারিয়া ভূঁইয়া বলেন, 'যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে।

আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোন সন্ত্রাসীদের পুনর্বাসন আমরা মেনে নিবো না।'

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।